শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ছড়ার হাট

আমার বাবা

সুপান্থ মিজান

আমার বাবা

আমার বাবার গাড়ি নাই

এই শহরে বাড়ি নাই

কারও সনে বাবাজানের

বেশি বাড়াবাড়ি নাই।

 

জেনে রেখো বাবাজানের

টাকা কাঁড়ি কাঁড়ি নাই

সবার সঙ্গে মিলে চলেন

কারও সঙ্গে আড়ি নাই।

 

আমার বাবার ভাবও নাই

বুকের ভেতর চাপও নাই

ঠিক বিচারক তারই কাছে

অপরাধীর মাপও নাই।

 

সহজ-সরল বাবা আমার

খুব বেশি তার জিদও নাই

ফজরের আগ জেগে ওঠেন

অতিরিক্ত নিদও নাই।

 

আমার বাবা আমার কাছে

আস্ত শীতের চাদর রে

বুকভরা তাঁর মমতা আর

সোহাগ মাখা আদর রে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর