শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শীতের প্রকৃতি

পৃথ্বীশ চক্রবর্ত্তী

কুয়াশার ওই চাদর গায়ে

হেমন্তেরই শেষে

হাড়-কাঁপানো শীত যে এলো

আমার বাংলাদেশে।

 

দিনের সূর্য রাতের চন্দ্র

সব কুয়াশায় ঢাকা।

লাল-নীল তারার এমন করেই

আকাশটাতে থাকা।

 

হিমেল হাওয়ায় অনেক গাছের

পত্র গেল ঝরে

পত্রঝরা বন-বনানী

কষ্টে যেন মরে।

 

জমি ভরা শবজি-শাকে

উঠোন ভরা গাঁদা

বাগান ভরা জুঁইগুলো সব

রঙ মেখেছে শাদা।

 

নানান দেশের পাখি এলো

অতিথিদের বেশে

এমন করেই শীত ঋতুটা

চলছে আমার দেশে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর