শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

শীতের পিঠা

মোহাম্মদ মিজান মাঝি

শীতের পিঠা

ভিজা পিঠা পুলি পিঠা

আরো আছে ভাপা।

নানান প্রকার পিঠা বানায়

মা খালা আর আপা।

 

ভিজা পুলি ঠান্ডা মজা

ভাপা পিঠা গরম।

ভোরে ওঠে বানালে হয়

সুস্বাদু আর নরম।

 

পাত ক্ষীরার যে পাটিসাপটা

চিতই আর মালপোয়া।

পিঠার সঙ্গে থাকে আরো

চিড়া মুড়ির মোয়া।

 

শীত মানে ভাই পিঠা উৎসব

প্রতি ঘরে ঘরে।

নাচের তালে ঢেঁকি পাড়ায়

চাল যে গুঁড়া করে।

 

বাড়ি বাড়ি গাছি ছুটে

নিয়ে রসের হাঁড়ি।

খোকাখুকি পিঠার জন্যে

রোজ ই করে আড়ি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর