শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্যাঁচ সমাচার

নাসরীন জামান

কথার প্যাঁচের মানুষগুলো

নিজের দোষেই মরে,

এক প্যাঁচেতে টুটলে তাদের

আরেক প্যাঁচে ধরে।

 

ফোনের তারে লাগলে রে প্যাঁচ

আর না কথা ফোটে

ঘুড়ির সুতোর প্যাঁচটা আবার

অল্প টানেই ছোটে।

 

চুলের প্যাঁচে শার্টের বোতাম

প্রেমকে কাছে টানে,

রাতের প্যাঁচা জানলো না তো

তার সে নামের মানে।

 

জিলাপির ঐ ভাঁজটা আবার

আড়াই প্যাঁচে গড়া,

মাথার ভেতর মগজটা যে

অবাক প্যাঁচে ভরা।

 

এতো প্যাঁচের ঊর্ধ্বে গিয়ে

কথা প্যাঁচায় যারা

একটা সময় পেঁচার মতোই

একলা থাকে তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর