শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

বর্ণমালার ছড়া

আলমগীর কবির

বর্ণ আমার পলাশ শিমুল

কৃষ্ণচূড়া ফুল,

ঘ্রাণ ছড়াতে প্রাণ ভরাতে

আনন্দে মশগুল।

 

মিটিমিটি জ্বলতে থাকা

নীল জোনাকির দল,

রাতের কোলে মিষ্টি আলোয়

বাড়ায় মনোবল।

 

সুঁই সুতোতে ফুটে ওঠা

ভাষার কারুকাজ,

আমার মায়ের হাতে বোনা

নকশি কাঁথার সাজ।

 

বর্ণমালার কাছে নিত্য

ফিরে ফিরে আসি,

বর্ণমালা বুকে ধরে

স্বপ্ন ডানায় ভাসি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর