শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ০০:০০ টা

আমার জন্মভূমি

আমিনুল ইসলাম বাবু

সকাল বেলা পাখি ডাকে

সূর্যি মামা উঠে,

মাঝি ভাই নৌকা নিয়ে

একলা বসে ঘাটে।।

 

শাপলা ফোটে খালে বিলে

দোয়েল পাখি ডাকে,

পাল তোলা সব নৌকা চলে

ভরা নদীর বাঁকে।।

 

মাঠ ভরা সবুজ খেতে

সোনার ধানে ভরা,

তাই না দেখে মনটা আমার

হয় যে পাগলপারা।।

 

সবুজ শ্যামল এমন দেশটি

কোথায় পাবে তুমি?

সে যে মোদের সবার প্রিয়

আমার জন্মভূমি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর