শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ ০০:০০ টা

স্বাধীনতার ছড়া

শাহনাজ পারভীন মুক্তি

স্বাধীনতার ছড়া

একাত্তরের মার্চ মাসে

কাঁদলো সকল মা,

তরুণ ছেলে যুদ্ধে গেলো

আর তো এলো না।

 

বাঙালিরা ক্ষেপে গেলো

পাকসেনাদের ওপর,

বিয়ের বরও পরেনি তাই

নিজের মাথায় টোপর।

 

বেদনার রং মেখেছিলো

ফুলের পাপড়িগুলো,

মা-বোনেরা অনাহারেও

জ্বালেনিকো চুলো।

 

শেখ মুজিবের কথা মতো

যুদ্ধ হলো নয় মাস,

বাঙালিরা জিতেই গেলো

রইলো না আর দাস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর