শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

তিনটি মাছ

গল্পটি কোনো সমস্যার মুখোমুখি হওয়ার সময় কীভাবে বুদ্ধিমান হতে হবে এবং অভাবী অন্যদের সাহায্য করতে না ভোলার কথা শেখাবে।

তিনটি মাছ

একটি পুকুরে তিনটি মাছ বাস করত। তারা একে অপরের বন্ধু ছিল এবং প্রায় সমস্ত কিছুই একসঙ্গে করত।

একদিন এক জেলে পুকুর পাড়ে এসে মাছদের দেখে আনন্দিত হয়েছিল। সে একটি জাল ফেলল এবং তাদের ধরার পরিকল্পনা করল।

বুদ্ধিমান মাছগুলো একটি আলাদা পুকুর সন্ধান করার পরিকল্পনা করছিল। মাছদের মধ্যে একজন রাজি হওয়ার সঙ্গে সঙ্গে, অন্য একজন প্রস্তাবটা অস্বীকার করে বলল যে এই পুকুরটি তাদের বাড়ি এবং সে এটি ছেড়ে যাবে না। তৃতীয় মাছটিও বলল যে, ‘এই পুকুরটিতে কখনো কোনো বিপদ হয়নি। আমি এই পুকুর ছেড়ে যাওয়ার কোনো যুক্তি দেখতে পাচ্ছি না। আমি মনে করি এটি কাপুরুষোচিত কাজ।’

দুটি মাছ তাদের অন্য বন্ধুটিকে বোঝাতে অক্ষম ছিল এবং তাই তারা নিজের নিজের উপায়ে যাওয়ার সিদ্ধান্ত নিল।

পরের দিন, জেলেরা তার জাল ফেললে প্রথম দুটি মাছ পালিয়ে যায়। তবে তৃতীয়টি ধরা পড়ল। সে সমস্যাটি বুঝতে ও কাজ করতে অক্ষম হয়েছিল এবং বিপদটি অবহেলা করার মূল্য দিয়েছিল।

 

গল্পের শিক্ষা :

যখন কেউ কোনো সমস্যার মুখোমুখি হয় তখন বুদ্ধিমান হওয়ার জন্য পরামর্শ প্রদান করে। মনে রাখবেন যে প্রতিটি সমস্যাই পৃথক এবং তাই, এর আলাদা আলাদা সমাধান রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর