শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

পরীর ডানা

আলমগীর কবির

পরীর মতো রঙিন ডানা

খুকি যদি পেতো,

ডানা মেলে পরীর দেশে

রোজ বেড়াতে যেতো।

 

মনের ঘরে আলোর পাখি

রোজ দিয়ে যায় উঁকি,

মায়ের মুখে গল্প শুনে

স্বপ্ন দেখে খুকি।

 

মাকে বলে এই দেখো মা

আমার দুটো ডানা,

চাই যদি রোজ উড়তে আমি

করবে কি মা মানা?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর