শিরোনাম
শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা

ঝিঁঝি গান

মাশ্‌হুদা মাধবী

ঝিঁঝিরা কোরাস সংগীত গায়,

শহরে তো নয়, ওই পাড়াগাঁয়।

ঝিঁঝি ঝিঁঝি একটানা গায়,

সন্ধ্যায়, রাতে, ভাসে, আসে যায়।

ঝিঁঝিরা ডাকে কি আয় আয় আয়?

রাতের ছায়ায়, গভীর মায়ায়?

ঝিঁঝিদের বুঝি চোখে দেখা যায়?

দেখা যায় যায়, নিশ্চয়ই যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর