শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা

নদী বালক

কিরমানী লিটন

পূবাল বাতাস ঢেউয়ের স্রোতে

কোথায় নদী যাও

এইখানে এক নদ বালকের

একলা ডিঙি নাও।

নীল যমুনা চিল যমুনা

জলের বুকে চাঁদ

নদ বালকের বালুর বুকে

দুঃখের ধারাপাত।

জলের ধারা সবুজপাড়া

দু’তীর বয়ে চলে

নদ বালকের তিয়াস ঠোঁটে

দুঃখের দহন জ্বলে।

বনপোড়া ঢেউ মনপোড়া ঢেউ

এদিক ফিরে এসো

নদ বালকের বালুর বুকে

আয়েশ পেতে বসো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর