বন্দি জীবনের কথা ভাবতেই ওর মনে পড়ে ১৯৭১-এর কথা। পশ্চিমা হানাদারদের নৃশংসতার কথা। দাদার কাছ থেকে শোনা পরাধীনতার সেই স্মৃতিকথা মনে পড়ে যায় তার গত কয়েক দিন খুব অস্বস্তির মধ্যে কেটেছে টুনটুনি পাখিটির। জন্মের পর থেকে যে মায়ের পাশে, বাবার পাশে, একমাত্র আদরের বোন টুনির পাশে আপন নীড়ে থেকে বড় হয়েছে সেই তাকেই এখন থাকতে হচ্ছে ছোট্ট একটি খাঁচার ভিতরে। খাঁচাটি এতটাই ছোট যে,…