শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

খোকার শখ

শাহীন ভূঁঞা

খান সাহেবের খোকামণির

   মনের বড় হাউস,

মাউস টিপে কম্পুটারে

   দেখবে ‘মিকি-মাউস’।

 

তাই তো খোকা বসে থাকে

   পড়ালেখা রেখে,

কম্পুটারের কার্টুনগুলো

   মনটা ভরে দেখে।

 

দেখায় কতো মজার খেলা

   কার্টুন ছবির মাঝে,

তাই তো খোকা দেখতে থাকে

   সকাল-দুপুর-সাঝে।

 

কম্পুটারের মনিটরে

   কতো কার্টুন আছে,

এসব কার্টুন দেখে খোকার

   মনটা তা-ধিন নাচে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর