শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

কোরবানি

আশতাব হোসেন

কোরবানির সাথে নিজের মনের

পশু করলে জবাই,

তার চেয়ে আর উত্তম ত্যাগ যে

অন্য কিছুতে নাই।

 

গোরু মহিশ দুম্বার মাঝে

বন্দি নয় কোরবানি,

মনের পশু জবাই করা

প্রধান শর্ত মানি।

 

ত্যাগই হবে আসল কোরবানি

মাংস খাওয়া নয়,

অহঙ্কার সব নিপাত গিয়ে

সত্যেরই হোক জয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর