শিরোনাম
শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

গাছবন্ধু

মিতুল সাইফ

গাছবন্ধু

তোমরা যারা গাছ কাটছো

একটা গাছও লাগাচ্ছ না

নিজের ক্ষতি আনছ ডেকে

তোমরা কিন্তু আগাচ্ছো না।

 

গাছ ছায়া দেয় ফুল ফলও দেয়

বাঁচিয়ে রাখে নিঃশ্বাসে

অকারণেই বৃক্ষ উজাড়

করছো কিসের বিশ্বাসে?

 

গাছ বন্ধু, সেবক বড়

সবার করে উপকার

সবুজ সোনা এই পৃথিবীর

গাছই আসল রূপকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর