শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আম জাম লিচু

আশতাব হোসেন

কাঁচা পাকা আম জাম লিচু

গাছের শাখায় দুলছে,

কাঠবিড়ালি মনের সুখে

লেজ আকাশে তুলছে।

 

বাদুড়  রাতে ঝাঁকে ঝাঁকে

গাছের দিকে ছুটছে,

রসে ভরা আম জাম লিচু

তাদের ভাগ্যে জুটছে।

 

শিয়াল বসে গাছের নিচে

বাদুড়ের সুনাম গায়,

বাদুড় তখন হাসি দিলে

মুখের ফল পড়ে যায়।

 

এইতো সুযোগ শিয়াল বলে

মজা লুটে পুটে,

হুক্কা ধ্বনি দিতে দিতে

বনে পালায় ছুটে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর