শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বর্ষার কদম

নকুল শর্ম্মা

বর্ষা এলো ফুটলো কদম

গাছের ডালে ডালে,

মৌমাছি সব ধেয়ে আসে

হাওয়ার তালে তালে।

 

কদম ফুলের মিষ্টি বাহার

মনকাড়া রূপ ঝরে,

আষাঢ় মেঘের বৃষ্টির ধারায়

লাজে নুয়ে পড়ে।

 

মনের বনে ময়ূর সাজে

বৃষ্টির ছন্দে ছন্দে,

আকুল পরাণ শীতল করে

ম ম করা গন্ধে।

 

বৃষ্টির জলে কদম ফুলে

মাখামাখি খেলা,

বর্ষা রানীর রূপের মায়ায়

কাটে সারাবেলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর