শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

দুর্গতি বাড়ায় অতি

আমিনুল ইসলাম বাবু

দুর্গতি বাড়ায় অতি

আষাঢ় মাসে ভাসলো দেশ

বন্যা হলো অতি,

কেমন করে বাঁচবো বলো

নেই যে কোন গতি।

 

হু হু করে বাড়ছে পানি

ডুবলো গঞ্জ, গ্রাম,

যায় না থাকা ঘরেতে

বৃষ্টি, ঝরছে অবিরাম।

 

ডুবছে বাড়ি, ডুবছে ঘর

ডুবছে ঘরের চালা,

বানের তোড়ে ভাঙলো বাঁধ

ডুবলো গাছ, পালা।

 

ধানের খেত ভাসলো জলে

গলা ভরা পানি,

কেমন করে পাবে ফসল?

কাঁদছে কৃষক জানি।

 

বছর বছর বন্যা আসে

বাড়ে শুধু ক্ষতি,

জলে ডোবে ঘর, বাড়ি

দুর্গতি বাড়ায় অতি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর