শিরোনাম
শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

দুষ্টু বাঁদর

শচীন্দ্র নাথ গাইন

দুষ্টু বাঁদর

খেকশিয়ালের পিঠে জোরে

বসিয়ে দুটো কিল,

দুষ্টু বাঁদর বের করে দাঁত

খুব হাসে খিলখিল।

 

চোখ পাকিয়ে শিয়াল দেখায়

ভীষণ রকম তেজ,

এদিক ওদিক দাপিয়ে চলে

ফুলিয়ে নিজের লেজ।

 

রেগেমেগে হাত বাড়িয়ে

টানতে ছোটে কান,

লাফিয়ে বাঁদর গাছে চড়ে

ধরলো মজার গান।

 

গান শুনতে দৌড়ে এলো

গাছের তলায় কেউ,

খেয়াল করে শিয়াল দেখে

ডাকে সে ‘ঘেউ ঘেউ’।

 

হাঁকডাকে খেকশিয়াল পালায়

বাঁদরে খায় দোল,

খুশিতে হাঁস-মুরগি তাকে

দেয় খেতে দই-ঘোল।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর