বিজ্ঞানের পরীক্ষাগুলো এমন কিছু যা সর্বদা শিশুদের মোহিত করে। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে তোমাদের জন্য পরীক্ষাগুলো কেবল বিনোদনই নয়, শিক্ষা এবং পাঠের বুদ্ধিমত্তা, পান্ডিত্য এবং জ্ঞানের দিগন্ত বিকশিত করার অন্যতম মাধ্যমও।
একটা ডিমকে পানিতে ছেড়ে দিলে কী হবে বলো তো? অবশ্যই ডুবে যাবে পানিতে। যদি বলি একটা ডিমকে পানিতে ভাসিয়ে রাখতে, পারবে? নিচে রইল তারই নির্দেশিকা-
যা যা প্রয়োজন
♦ একটি ডিম
♦ পানি ও সামান্য লবণ
♦ একটি বড় গ্লাস
কীভাবে করবে
প্রথমে একটি কাচের গ্লাসের অর্ধেক পানিতে পূর্ণ করো। এর মধ্যে ছয়-সাত চামচ লবণ মেশাও। লবণ পানিতে পুরোপুরি মিশে না যাওয়া পর্যন্ত চামচ দিয়ে নাড়তে থাকো। এরপর ডিমটিকে আস্তে করে সেই পানিতে ছেড়ে দাও। কী, ভাসছে তো?
ফলাফল
হুম, ভাবছো একটি ডিম কেন পানিতে ডুবে না গিয়ে ভেসে আছে! আসলে পানিতে লবণ মেশানোর ফলে পানির ঘনত্ব বেড়ে যায়। এভাবেই বেশি ঘনত্বের পানি সহজে কোনো বস্তুকে ভাসিয়ে রাখতে পারে।