শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

মায়ের মতো আপন

সোমা মুৎসুদ্দী

মায়ের মতো আপন

মায়ের মতো আপন কেহ

এই জগতে নাই

কোথায় গেলে বলো সবাই

মাকে আমি পাই।

 

মা যে আমার হারিয়ে গেলো

দূর আকাশের মাঝে

মায়ের স্মৃতি মায়ের কথা

কষ্ট হয়েই বাজে।

 

মায়ের হাতের শর্ষে ইলিশ

মজার ছিলো খুব

মায়ের বলা গল্পের মাঝে

রোজই দিতাম ডুব।

 

কোথায় আছো কেমন আছো

ডাকছি তোমার খোকা

মা কখনো বলবে না আর

কাঁদিস নারে বোকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর