শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

তালের পিঠা

নকুল শর্ম্মা

তালের পিঠা

ভাদ্র এলো গাছে গাছে

তাল পেকেছে ওই,

কখন পড়বে পাকা তালটা

চেয়ে চেয়ে রই।

 

ম-ম-ম তালের গন্ধে

পাড়া উঠে জেগে, 

ভাদ্র মাসের এমন সময়

কেউ থাকে না রেগে।

 

মায়ের হাতের তালের পিঠা

হায়! কী যে সুস্বাদু,

গরম গরম তালের পিঠা

ভালোবাসেন দাদু।

 

আমি বাবা সবাই মিলে

খাই যে তালের পিঠা,

সব ঋতুতেই এক এক জিনিস

লাগে ভীষণ মিঠা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর