শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বর্ষা

সাগর আহমেদ

বর্ষা হলো ঝিরিঝিরি বৃষ্টি ধারার মেয়ে,

বর্ষাকালে বৃষ্টি নাচে কদমফুলে যেয়ে।

বর্ষা হলো জলের রানী, জল করে থৈ থৈ,

বিল হাওরে পদ্ম ফোটে, শাপলা ফোটে ওই।

 

কাদায় মাখা রাস্তাঘাটে হেঁটে চলাই দায়,

মেঘ ডাকছে গুড়ুম গুড়ুম বৃষ্টি মেয়ে আয়।

পুঁই, পালং আর ঘাস লতাতে সবুজ সমারোহ,

ডানা ঝাপটিয়ে হাঁসগুলো সব খেলছে অহরহ।

 

ছাতার নিচে বসে কোলা ব্যাঙ গায় বর্ষার গান,

ছেলেমেয়েরা ভিজছে জলে, রাঙছে তাদের প্রাণ।

নদ-নদীতে ভরা জলে ঢেউয়ের ছড়াছড়ি,

বৃষ্টি নামে রিমঝিমিয়ে কিংবা ইলশেগুঁড়ি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর