শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ভাসমান মাছের মজার পরীক্ষা

ভাসমান মাছের মজার পরীক্ষা

ভাবো তো! একটি কাচের বাটি কিংবা ট্রেতে রঙিন মাছ ভেসে বেড়াচ্ছে। তবে তা জীবিত নয়। এটা কী করে সম্ভব! দেখে নাও এই অসম্ভবটি সম্ভব হলো- কীভাবে... 

 

যা যা লাগবে :

♦  কাচের একটি বাটি

♦  রঙিন ড্রাই-ইরেজ মার্কার

♦  রঙিন কাগজ

 

যা করতে হবে :

প্রথমে রঙিন ড্রাই-ইরেজ মার্কারে কাচের প্লেট বা ট্রের নিচে মাছের রূপরেখা আঁকো। অঙ্কিত মাছের সব লাইন সংযুক্ত আছে কি না তা নিশ্চিত করো। প্রয়োজনে অঙ্কিত মাছের ওপর আবারও মাছ এঁকে নাও। রং শুকাতে এক বা দুই মিনিট সময় দাও। এবার কাচের প্লেট বা ট্রে রঙিন কাগজের ওপর রেখে দাও। সবশেষে কাচের প্লেট বা ট্রের যে কোনো এক কোণা থেকে ধীরে ধীরে পরিমাণমতো জল ঢেলে দাও। এতে জল ধীরে ধীরে অঙ্কনের দিকে এগিয়ে যাবে এবং আঁকা মাছগুলো ঢেকে যাবে। এবার আঁকা মাছে মজা দেখতে পাচ্ছ?

 

ফলাফল :

কাচের বাটি কিংবা ট্রের নিচে আঁকা মাছগুলো পানির ওপর ভাসমান দেখাবে। এর কারণ, শুকনো মুছে ফেলা কালি দ্রবণীয় নয়, মানে এটি জলে দ্রবীভূত হবে না। আর শুকনো মুছে ফেলার কালি জলের চেয়ে কম ঘন, তাই এটি জলে উজ্জ্বল হয়ে ওঠে, যার অর্থ এটি ভাসতে পারে। তুমি যখনই কাচের প্লেট কিংবা ট্রে কাত করবে, তখন দেখবে মাছটি জলের উপরিভাগে ঘুরে বেড়ায়।

 

এখানে মূলত বিজ্ঞানের দ্রবণীয়তা এবং ঘনত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।

সর্বশেষ খবর