শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

তিড়িং বিড়িং ফড়িং মামা

সারওয়াৎ জাবীন লুবনা

তিড়িং বিড়িং ফড়িং মামা

হাকছো বাতাস গাড়ি,

খাচ্ছো মধু দিচ্ছো হামা,

দিচ্ছো আকাশ পাড়ি।

 

রঙিন জরির বসন তোমার

নাই তুলনা তারই,

হলদে শরীর লালচে জামার

পাখনাগুলো সারি!

 

বন্ধু বুঝি ফুলগুলো সব

রও যে রেণুয় চুমি,

সন্ধ্যা খুঁজি চুলবুলো পথ

যাওগো ধেনুয় ঘুমি!

 

পুষ্পবনে থাকো দিনে

ভেলায় ভেসে রাতে,

আকাশ পানে সাঁকো বুনে

খেলায় হেসে তাতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর