শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

আগডুম বাগডুম

গোলাম আযম

আগডুম বাগডুম

ঢোল বাজে তাকদুম,

হইহই হুররে,

দুষ্টুর দল ছোটে

ফুল কেন যায় ফুটে

স্বপ্নের পলেস্তারা

উড়ে যায় দুররে।

 

এলোমেলো কেশগুলো

ছন্দের তালে,

বৃদ্ধির জল পড়ে

টুপ করে গালে

 

মন নাচে হেলে-দুলে

তাকদুম সুরে,

গান শুনে বিমোহিত

পাখি যায় উড়ে।

 

আগডুম বাগডুম

নেই তার মানে,

চুপ করে বলে যায়

পাখি এসে কানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর