শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ঝিঁঝিঁপোকা

সারমিন চৌধুরী

নিঝুম রাতে ঝিঁঝিঁপোকা

মনের সুখে জ্বলে,

একটু আঁধার ঘনিয়ে এলে

আসে দলেদলে।

 

কি সুন্দর দেখতে লাগে

যেন ছোট্ট বাতি,

শিশুরা সবাই হাতে নিয়ে

করে মাতামাতি।

 

ঝোঁপঝাড়ে বসে তারা

মধুর সুরে ডাকে,

প্রশ্ন জাগে দিনের বেলা

কোথায় তারা থাকে?

 

মিটমিটিয়ে জ্বলে নিভে

ঝলমলে আলো,

রোজরোজই করে তারা

সব মানুষের ভালো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর