আকাশটা এনে দাও
সাথে দাও মাকে
খোকার দুচোখ জুড়েসেই ছবি আঁকে।
সেই কবে হারিয়েছে
খোকা তার মাকে
ভাবে খোকা মা থাকে
তিস্তার বাঁকে।
আকাশ নদীটা ঘুরে
পাহাড়েও যায়
বারে বারে মা ডাকে
তবু নাহি পায়।
মামা বলে মা নাকি
আকাশের তারা
সবার তো মা আছে
খোকা মা হারা।