ভোর সকালে সূর্য্যি মামা
শুনে পাখির গান,
তালে তালে মিষ্টি হাওয়া
মধুর সুরে টান।
সুবাস ছড়ায় চারিপাশে
আলো ছড়ায় দূরে...
পাখির গানে ঘুম ভাঙে
কিচিরমিচির সুরে।
সবুজ শ্যামল সুরে সুরে
হলো মাতোয়ারা,
ছন্দে ছন্দে মুখরিত
অলিগলি পাড়া।
বসুমতির গানে গানে
সুরের কলরব,
সকাল সন্ধ্যা মুখরিত
পাখির গানে সব।