শিরোনাম
২৭ জুলাই, ২০১৯ ২১:২৯
হাসপাতালে শনাক্তের যন্ত্র নেই

ঝিনাইদহে ডেঙ্গুর প্রকোপ, রোগীর সংখ্যা ১১

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ঝিনাইদহে ডেঙ্গুর প্রকোপ, রোগীর সংখ্যা ১১

ঝিনাইদহে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছেন। এতে আক্রান্ত হয়েছেন ১১ জন। এর মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন ৩ জন। বাকি ৮ জন ঢাকা থেকে আক্রান্ত হয়ে ঝিনাইদহে গ্রামের বাড়িতে এসেছেন। বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলেও জেলায় মশা নিধনের কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ঝিনাইদহ সদর হাসপাতালে নেই ডেঙ্গু শনাক্ত করার ব্যবস্থা। ফলে বাইরের ক্লিনিকে গিয়ে মোটা অংকের টাকা দিয়ে ডেঙ্গু পরীক্ষা করতে হচ্ছে রোগীদের।

ডেঙ্গু আক্রান্ত অমিতা রানী বলেন, ঝিনাইদহ শহরের বাইপাস সড়ক এলাকায় আমার বাসা। ৪দিন আগে শরীরে ব্যথা অনুভব হয়। পরে জ্বর নিয়ে সদর হাসপাতালে গেলে রক্ত পরীক্ষার পর ধরা পড়ে ডেঙ্গু। পাশাপাশি সদর উপজেলার মধুপুর এলাকার শিশু আশিকের শরীরেও পাওয়া গেছে ডেঙ্গুর জীবাণু। গত বৃহস্পতিবার রক্ত পরীক্ষা শেষে জানা যায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আশিক। 

এ ব্যাপারে ঝিনাইদহ সদর হাসপাতালের জুনিয়র মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন জানান, এবারের ডেঙ্গু আক্রান্ত রোগীর লক্ষণগুলো ভিন্ন। এবার হেমোরেজিক ফিভার বেশি হচ্ছে। রক্তক্ষরণ, বমি, পেটব্যথা, খাদ্যনালি, মূত্রনালিসহ বিভিন্ন জায়গায় রক্তক্ষরণের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। 

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আযুব আলী বলেন, ডেঙ্গু শনাক্ত করার ব্যবস্থা হাসপাতালে না থাকায় বেসরকারি ক্লিনিকের সহযোগিতা নেয়া হচ্ছে। তবে ওপর মহলকে আমরা জানিয়েছি।

এ ঘটনায় ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা সার্বিকভাবে সচেতন রয়েছি। ডেঙ্গু নিধনে ময়লা বা ড্রেন পরিষ্কারে করে ব্যবস্থা নিচ্ছি। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর