শিরোনাম
২৮ জুলাই, ২০১৯ ১৪:০৭

মৌলভীবাজারে ৯ ডেঙ্গু রোগী শনাক্ত, খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে ৯ ডেঙ্গু রোগী শনাক্ত, খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার

মৌলভীবাজার জেলায় ডেঙ্গু আক্রান্ত ৯ জন রোগীকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৫ জন রোগী এখন মৌলভীবাজার সদর ও প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য সদর হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার।

মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় এর তথ্যমতে জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯ জন। এদের মধ্যে ২ জন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে, ৩ জন মৌলভী পলি ক্লিনিকে এবং ২ জন সিলেটে চিকিৎসা নিচ্ছেন। বাকি ২ জন সদর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের মধ্যে বেশির ভাগ রোগী নিয়মিত ঢাকা যাওয়া আসা করছিলেন। তবে স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার পলিটেকনিক কলেজের এক ছাত্র। 

সিভিল সার্জন বলেন,আক্রান্তদের মধ্যে একজন ছাড়া সবাই ঢাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এসেছেন। ডেঙ্গু মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। মৌলভীবাজার জেলায় ২৫০ শয্যা হাসপাতালে খোলা হয়েছে ডেঙ্গু কর্ণার এবং উপ-জেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু চিকিৎসার জন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর