২৮ জুলাই, ২০১৯ ১৫:৫১

ডেঙ্গু রোগ নির্ণয়ে টেস্টের মূল্য নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু রোগ নির্ণয়ে টেস্টের মূল্য নির্ধারণ

ডেঙ্গু আক্রান্তের গত ১৯ বছরের রেকর্ড ভেঙেছে। গতকাল পর্যন্ত সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৫২৮। এর আগে গত বছর সর্বোচ্চ রোগী ছিল ১০ হাজার ১৪৮ জন। তবে বেসরকারি হিসাবে সারা দেশে লাখ ছাড়িয়েছে। সরকারি হিসাবে মৃতের সংখ্যা আট বলা হলেও বিভিন্ন হাসপাতালে ৩৩ জনের মৃত্যুসনদে কারণ হিসেবে ডেঙ্গুজ্বর উল্লেখ করা হয়েছে। 

রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায়, গত তিন সপ্তাহ ধরে হাসপাতালগুলোয় ভর্তি রোগীর ৯০ ভাগই ডেঙ্গুজ্বরে আক্রান্ত। রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবেলার লক্ষ্যে ঢাকার প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সমূহের পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের 'ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা' সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্ত্বে স্বাস্থ্য ভবনের সম্মেলন কক্ষে এই জরুরী সভাটি অনুষ্ঠিত হয়। 

সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়েছে-

১) ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য টেস্ট সমূহের মূল্য নিম্নরূপ হবেঃ
    ক) NS1- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ১২০০ - ২০০০/- 
    খ) IgM + IgE অথবা IgM/ IgE- ৫০০/- (সর্বোচ্চ), যার পূর্বমূল্য ছিলো ৮০০ - ১৬০০/- 
    গ) CBC (RBC + WBC + Platelet + Hematocrit)- ৪০০/- (সর্বোচ্চ) যার পূর্বমূল্য ছিলো ১০০০/- পর্যন্ত।
*মূল্য সমূহ ২৮ জুলাই হতে কার্যকর হবে। 

২) সকল প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ডেঙ্গু রোগীদের জন্য ১ টি 'ওয়ান স্টপ সেন্টার' চালু করবে। 

৩) সকল হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে। 

৪) ডেঙ্গু রোগীর সংখ্যার অনুপাতে ডাক্তার, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে।

পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই মূল্য তালিকা কার্যকর থাকবে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর