২৯ জুলাই, ২০১৯ ১৭:৩২

ডেঙ্গু জ্বরে আক্রান্ত গাজীপুরের রোগীর ঢাকায় মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:

ডেঙ্গু জ্বরে আক্রান্ত গাজীপুরের রোগীর ঢাকায় মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত গাজীপুরের কাপাসিয়ার আব্দুল করিম সরকার (৬৮) রাজধানীর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আব্দুল করিম সরকার কাপাসিয়া উপজেলার কাপাসিয়া ইউনিয়নের খোদাদিয়া গ্রামের মৃত হাসান আলী সরকারের ছেলে।  

কাপাসিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রউফ জানান, শুক্রবার দিবাগত রাত একটার দিকে খোদাদিয়া গ্রামের বাড়িতে আব্দুল করিম সরকার অসুস্থ হয়ে পড়েন। শনিবার সকালে তাকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। এরই মধ্যে তার শরীরের অবস্থার আরো অবনতি হলে সেখান থেকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক জানান আব্দুল করিম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে কাপাসিয়া উপজেলার খোদাদিয়া গ্রামের বাইতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর