২৯ জুলাই, ২০১৯ ২১:৫৯
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দাবি

ডেঙ্গু চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে

ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসার দায়-দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একইসঙ্গে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মহানগরীতে আপদকালীন জরুরি অবস্থা ঘোষণা করে অসুস্থতা ও প্রাণহানি এড়াতে অনতিবিলম্বে ঢাকা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণার এবং একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনে সবাত্মক উদ্যোগ নেওয়ার দাবি জানায় পার্টি। 

আজ রাজধানীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির জরুরী সভায় পার্টির কেন্দ্রীয় সভাপতি সাইফুল হক এসব কথা বলেন। 

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, ইমরান হোসেন, সিগ্ধা সুলতানা ইভা, জোনায়েদ হোসেন, মোজাম্মেল হক, নূর আলম প্রমুখ। 

সভায় আগামী ৩ আগস্ট বিকালে এ পরিস্থিতি মোকাবেলা ও বন্যাদুর্গত অঞ্চলে পর্যাপ্ত খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌঁছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। সভা থেকে জরুরি ভিত্তিতে ডেঙ্গু মশা নিরোধে কার্যকরী ঔষধ আমদানির  আহ্বান জানানো হয়।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর