৩০ জুলাই, ২০১৯ ১০:৫৯

বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে আধা-ঘণ্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে আসলাম খানের (২৪) বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামে এবং অপরজন মো. সোহেলের (১৮) বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার ঘোষণতারা গ্রামে। 

আসলাম খান সোমবার রাত সাড়ে ৯টায় ভর্তি হয়ে মঙ্গলবার দিবাগত সোয়া ৩টায় মারা যায়। অপরজন সোহেল  সোমবার রাত ১টা ২০ মিনিটে ভর্তি হয় মঙ্গলবার ভোর ৩টা ৪০ মিনিটে মারা যায়। 

বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকীর হোসেন জানান, মৃত্যু হওয়া দুই জনই শেষ মূহর্তে হাসপাতালে ভর্তি হয়। তাদের সুচিকিৎসায় যথেষ্ট সময় পাওয়া যায়নি। তারা দুই জনই ঢাকায় ছিলেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে তারা বাড়ি ফিরে আসেন। 

এদিকে এখনো শেরে-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন ২৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ৯ জন। এ পর্যন্ত ৬৩ জন ডেঙ্গু রোগী বরিশাল শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি হয়েছে। যার মধ্যে ৩৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর