৩০ জুলাই, ২০১৯ ১১:৪৮

ঈদে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার শঙ্কা

অনলাইন ডেস্ক

ঈদে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার শঙ্কা

ফাইল ছবি

রাজধানীসহ সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। বিভিন্ন জেলায় আক্রান্তদের অনেকে ঢাকা থেকে রোগ নিয়ে যাচ্ছেন। ঈদের সময় আক্রান্তের সংখ্যা আরও বাড়ার শঙ্কা করা হচ্ছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজনসহ দেশের বিভিন্ন জেলায় তিনজন মারা গেছেন। এবার বর্ষার শুরুতেই ঢাকায় মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটে। রাজধানীর বাইরেও এডিস মশার বিচরণ রয়েছে বলে স্থানীয় পর্যায়ে আক্রান্তের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু দেশের বিভিন্ন জেলায় যারা আক্রান্ত হচ্ছেন তার প্রায় ৯০ ভাগ যাচ্ছে ঢাকা থেকে। 

চট্টগ্রাম: চট্টগ্রামে সোমবার পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা একশোর কাছাকাছি। শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬০ জনের বেশি রোগী। খোলা হয়েছে দুটি আলাদা ব্লক। অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতালে সেবা নিচ্ছেন আরও ৪০ জন রোগী।

বরিশাল: বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩০ জন রোগী। গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ৫৪ জন ভর্তি হ‌য়ে‌ছেন। ২৪ জন সুস্থ হ‌য়ে বাড়ি ফিরেছেন।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৫৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আক্রান্তদের অনেকেই ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহে এসে চিকিৎসা নিচ্ছেন।

ফেনী: ফেনীতে গত এক মাসে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন প্রায় ৬৫ জন। বর্তমানে ভর্তি রয়েছেন এক শিশুসহ ২৫ জন। এদের বেশিরভাগই ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা বলে জানিয়েছেন চিকিৎসক।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১১ জনে। আক্রান্তরা বেশিরভাগই ঢাকা থেকে এসেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে সরকারি হিসেব অনুযায়ী এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন ৭০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫১ জন।

এছাড়া ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় ডেঙ্গু আক্রান্ত শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সোমবার জানিয়েছে, ৫০টি জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর আগে ২৮ জুলাই সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২৪ জন, ২৭ জুলাই ৬৮৩ জন, ২৬ জুলাই ৩৯০ জন, ২৫ জুলাই ৫৪৭ জন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর