শিরোনাম
৩০ জুলাই, ২০১৯ ১৭:৫১

কুবিতে মশা নিধন অভিযান

কুবি প্রতিনিধি :

কুবিতে মশা নিধন অভিযান

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাস ও হলসমূহকে ডেঙ্গুর প্রকোপ থেকে মুক্ত রাখতে যৌথভাবে দিনব্যাপী মশা নিধন অভিযান শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও কুমিল্লা সিটি কর্পোরেশন। 

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে ড্রেনসহ মশার উপদ্রব আছে এমন জায়গায় এই অভিযান পরিচালনা করা হয়। এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।     

এর আগে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রকে মশা নিধন অভিযানে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশন মশা নিধনের জন্য ৪টি মেশিনসহ লোকবল প্রেরণ করে। এছাড়া আবাসিক হলগুলোতে ব্লিচিং পাউডার ছিটানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, বিজ্ঞান অনুষদের ডিন ড. এ কে এম রায়হান উদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জুলহাস মিয়া, পরিসংখ্যান বিভাগের বিভাগীয়  ড. দুলাল চন্দ্র নন্দী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর