শিরোনাম
৩০ জুলাই, ২০১৯ ১৮:১৬

মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

মানিকগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ২২ জুলাই প্রথম ডেঙ্গু রোগী ভর্তি হয়। এরপর প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। আজ মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩২জন। 

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. লুৎফর রহমান জানান, প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। আজও ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তিনি আরোও জানান, চারজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। হাসপাতালে এখন ৩২জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। সেখানে সার্বক্ষণিক চিকিৎসকরা সেবা দিচ্ছেন। ডেঙ্গু রোগী সনাক্ত করতে কোন টাকা নেওয়া হচ্ছে না।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর