শিরোনাম
৩০ জুলাই, ২০১৯ ১৮:৫০

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৭৪

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৭৪

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত সপ্তাহে রোগীর সংখ্যা ২৪ জন থাকলেও মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত তা ৭৪ জনে দাঁড়িয়েছে। তবে এদের মধ্যে কেউই আশঙ্কাজনক নন বলে জানিয়েছেন উপ-পরিচালক (প্রশাসন) ডা. হিবরুল বারী। 

হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা মেডিসিন ওয়ার্ডের ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। আর হাসপাতাল কতৃপক্ষ ডেঙ্গু রোগীদের চিকিৎসা-পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করছে।

তিনি আরও জানান, হাসপাতাল থেকে এসব রোগীদের জন্য আলাদাভাবে মশারি দেয়া হচ্ছে। তবে এডিস মশা দ্বারা ডেঙ্গুতে আক্রান্ত এসব রোগীরা ঢাকা থেকে আগত। জনসাধারণকে এ ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওযারও পরামর্শ দেন তিনি।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর