শিরোনাম
৩০ জুলাই, ২০১৯ ১৯:৫৩

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও ছয়জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে হাসপাতালে ১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস। সামনে আরও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার আশঙ্কায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি ওয়ার্ডকে ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবার জন্য আলাদা করা হয়েছে। খোলা হয়েছে ডেঙ্গু কর্নার, ডেঙ্গু কন্ট্রোলরুম, ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ বেড বরাদ্দ ও দ্রুত ডেঙ্গু রোগীদের রক্ত পরীক্ষার ব্যবস্থা। 

দিনাজপুরে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সেবা এবং পাশাপাশি ডেঙ্গুতে যেন নতুন করে আক্রান্ত হতে না পারে এ জন্য সর্তকবার্তা দিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বেসরকারি ক্লিনিকের নেতৃবৃন্দের সঙ্গে জরুরী বৈঠকে জেলার সার্বিক ডেঙ্গু পরিস্তিতি নিয়ে কথা বলেন। জেলা প্রশাসক মাহমুদুল আলম ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ ও চিকিৎসা সেবার জন্য নিজস্ব তহবিল থেকে ১ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর