৩১ জুলাই, ২০১৯ ১৪:১০

মশার অত্যাচারে কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

অনলাইন প্রতিবেদক

মশার অত্যাচারে কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

ওষুধ না ছিটানোর কারণে মশার অত্যাচারের অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইফসুফ আহমেদ নামের স্থানীয় এক  বাসিন্দা। 

মঙ্গলবার রাজধানীর পল্লবী থানায় তিনি এই জিডি'টি লিপিবদ্ধ করেন। ইতোমধ্যে সেই জিডির কপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

এতে অভিযোগকারী ইউসুফ আহমেদ বলেন, আমি নিয়মিত বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধ করে আসছি। সেই হিসেবে আমি সিটি করপোরেশনের সকল সুবিধা পাওয়া আমার প্রাপ্য। কিন্তু বর্তমান ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে আমরা তাকে পাচ্ছি না। মশক নিধনে ওষুধ ছিটানোর কথা থাকলেও আমার বাড়ির আশেপাশে একদিনের জন্য ওষুধ ছিটানো হয়নি। মশার অত্যাচারে আমার বাসার সদস্যরা অস্থির হয়ে পড়েছে। বিষয়টি কাউন্সিলরকে ফোনে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় আমার বাসার সদস্যরা মশাবাহিত যে কোনো রোগে আক্রান্ত হতে পারে। তাই বিষয়টি থানাকে অবহিত করে ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন।

এ বিষয়ে বাদীর সঙ্গে যোগাযোগা করা হলে তিনি জিডি করার বিষয়টি নিশ্চিত করেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর