৩১ জুলাই, ২০১৯ ১৭:৫৮

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ৬৩ ডেঙ্গু রোগী

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় ৬৩ ডেঙ্গু রোগী

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন আরও ৬৩ জন। 

এদের মধ্যে পুরুষ ৪৩ জন, মহিলা ১১ জন এবং শিশু ৯ জন। এর আগের দিন ভর্তি হয়েছিলেন ৬৬ জন। সব মিলিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন ১৫৩ জন। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সকারি পরিচালক ডা. এ বি এম শামছুজ্জামান জানান, এদের কেউই আশঙ্কাজনক নয়। সাতটি ওয়ার্ডে চিকিৎসাধীন প্রত্যেক রোগীকে আলাদাভাবে মশারি দেয়া হচ্ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত সব রোগী ঢাকা থেকে এসেছেন বলেও জানান তিনি।  

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর