৩১ জুলাই, ২০১৯ ১৯:২৭

পাহাড়েও সনাক্ত ৬ ডেঙ্গু রোগী

মো. জহুরুল আলম, খাগড়াছড়ি :

পাহাড়েও সনাক্ত ৬ ডেঙ্গু রোগী

খাগড়াছড়িতে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নটরডেম কলেজের শিক্ষার্থীসহ ছয়জন ভর্তি হয়েছেন। তবে চিকিৎসা নিয়ে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নয়ন ময় ত্রিপুরা।

তিনি জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন, ‘এরা ঢাকা থেকে আক্রান্ত হয়ে খাগড়াছড়ি এসেছে। খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের ব্যবস্থা না থাকলে কর্তৃপক্ষ বাইরে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।’ এদিকে, রোগীর অভিভাবকদের অভিযোগ ডায়াগনস্টিক সেন্টারে শুধুমাত্র একটি পরীক্ষার জন্য দুই থেকে আড়াই হাজার টাকা গুণতে হচ্ছে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম জানান, পরীক্ষার ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা নিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর