৩১ জুলাই, ২০১৯ ২০:১৯

ডেঙ্গু পরীক্ষায় ফি বেশি নেওয়ায় সিএসসিআরকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

ডেঙ্গু পরীক্ষায় ফি বেশি নেওয়ায় সিএসসিআরকে জরিমানা

ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি ৫০০ টাকা। কিন্তু চট্টগ্রামের অভিজাত রোগ নিরূপণ কেন্দ্র সিএসসিআর দুই রোগীর কাছ থেকে নিয়েছে এক হাজার ২০০ টাকা এবং ৪৬৫ টাকা করে। ডেঙ্গু পরীক্ষায় ফি বেশি নেওয়ায় সিএসসিআরকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

বুধবার বিকেলে নগরের গোলপাহাড় মোড় এলাকার এ রোগ নিরূপণ কেন্দ্রকে জরিমানা করা হয়। তাছাড়া সরকার নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকায় ডেঙ্গু পরীক্ষা করায় অক্সিজেনের প্লাজমা ডায়গনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, অনিবন্ধিত বিদেশি ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় কেয়ার অ্যান্ড কিউর ফার্মেসিকে ৮ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ চিপস বিক্রি করায় জিইসি মোড়ের লাজ ফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাস‌রিন আক্তার ও সহকারী প‌রিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস।  

সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘সিএসসিআর এ ডেঙ্গু পরিক্ষায় অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে বলে দুই জন গ্রাহক লিখিত অভিযোগ করেছেন। এর মধ্যে একজনের কাছ থেকে ৫০০ টাকার স্থলে এক হাজার ২০০ টাকা ও অন্যজনের কাছ থেকে ৪০০ টাকার স্থলে ৪৬৫ টাকা নেওয়া হয়। এ কারণে সিএসসিআরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া আরো তিনটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়। অভিযানকালে অনিবন্ধিত ওষুধ ও মেয়াদোত্তীর্ণ পণ্যও ধ্বংস করা হয়।’

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর