১ আগস্ট, ২০১৯ ১৩:৫৯

ডেঙ্গু নিয়ন্ত্রণে সকলকে সচেতন থাকতে হবে

দিনাজপুর প্রতিনিধি

ডেঙ্গু নিয়ন্ত্রণে সকলকে সচেতন থাকতে হবে

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দেশে এখন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। মানুষ মারা যাচ্ছে। সে জন্য সকল ধরনের চিকিৎসা সেবা দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ডেঙ্গুর ফি কমানো হয়েছে। সকল ধরনের চিকিৎসা সেবা পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে। শুধু চিকিৎসা সেবার উপর ভর করলে চলবে না, ডেঙ্গু নিয়ন্ত্রণে সকলকে সচেতন থাকতে হবে। 

বৃহস্পতিবার সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টা সকল প্রকার প্যাথলজিক্যাল পরীক্ষা সেবা চালুকরণ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় তিনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

এসময় তিনি আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম অর্জন হয়েছে। সকল ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে। দেশের মানুষ কষ্টে থাক, অনাহারে থাক প্রধানমন্ত্রী তা চায় না।  

দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরা সকলেই ঢাকা ফেরত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এসময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আবু মো. খয়রুল কবির, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ কান্ত রায় রিমি, সহকারী অধ্যাপক ডা. আব্দুস ছালাম, সহকারী অধ্যাপক (মেডিসিন বিভাগ) ডা. নুরুজ্জামান, দিনাজপর বিএমএর সভাপতি ডা.ওয়ারেস সহ অন্যান্যরা। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর