১ আগস্ট, ২০১৯ ১৪:৩২

রাঙামাটিতে ৬ ডেঙ্গু রোগী শনাক্ত

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটিতে ৬ ডেঙ্গু রোগী শনাক্ত

রাঙামাটিতে ৬ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। বর্তমানে সবাই রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এতে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাহাড়ে। একদিকে লাগামহীন ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গু। সবমিলিয়ে পাহাড়ি অঞ্চলের মানুষগুলোর মধ্যে উদ্বেগ-উকণ্ঠা বিরাজ করছে। 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর বলেন, সম্প্রতি রাঙামাটিতে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এখনও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। রোগীদের মধ্যে দুইজন ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছিলেন। বাকি চারজন রাঙামাটি শহরের। 

আক্রান্তরা হলেন-রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সোমা চাকমা (১৭), শহরের বনরূপা এলাকার আদিত্য চাকমা (২০), দক্ষিণ কালিন্দাপুর এলাকার তোজিকা দেওয়ান, মাতৃমঙ্গল এলাকার ইকবাল হোসেন (২৭), টিটিসি’র সৈকত চাকমা (২২) ও জ্ঞান বিকাশ চাকমা (৩০)। তাদের চিকিৎসা চলছে। গঠন করা হয়েছে চিকিৎসকদের বিশেষ টিম। 

তবে, রাঙামাটি জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা কোনো ইউনিট খোলা হয়নি বলে অভিযোগ রয়েছে। সাধারণ রোগীদের সঙ্গে দেওয়া হচ্ছে তাদের চিকিৎসাসেবা। তাতেই ক্ষোভ প্রকাশ করেছে রোগীরা।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর