১ আগস্ট, ২০১৯ ১৬:৫৪

'সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পারবো'

অনলাইন ডেস্ক

'সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পারবো'

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারব বলে আমার বিশ্বাস। ডেঙ্গুর প্রাদুর্ভাবের পর থেকেই তা নিয়ন্ত্রণে আছে। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গু আক্রান্তের তথ্য নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন প্রত্যাখ্যান করে মেয়র বলেন, ডেঙ্গু নিয়ে ছেলেধরার মতো গুজব ছড়ানো হচ্ছে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সমন্বয় সভায় মেয়র খোকন জানান, রাজধানীর ১১টি ওয়ার্ডসহ বেশ কিছু এলাকা এখনো ডেঙ্গুমুক্ত। ১৪, ১৮, ২৩, ২৯, ৩৫, ৪২, ৫৫, ৫৬ নম্বরসহ ১১টি ওয়ার্ড এবং জিগাতলা, হাজারীবাগ কামরাঙ্গীরচর, ঢাকা কলেজ এলাকা, নিউ মার্কেট, লালবাগ, নবাবপুর, গণকটুলী, ইসলামবাগ, বংশাল, ইংলিশ রোড, পূর্ব জুরাইন এলাকাগুলো ডেঙ্গুমুক্ত।

বিডি প্রতিদিন/০১ আগস্ট, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর