১ আগস্ট, ২০১৯ ১৮:০৫

বারি’তে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুর প্রতিনিধি

বারি’তে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

দেশে চলমান ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এ ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার বারি ক্যাম্পাসে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে ‘ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান’ পরিচালিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সোহেলা আক্তার। এ সময় বিভাগের বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হাবিব মোহাম্মদ নাসেরসহ অন্যরা অংশগ্রহণ করেন।

পরে বিভাগের পক্ষ থেকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং ডেঙ্গু মোকাবেলায় সচেনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করা হয়।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর