১ আগস্ট, ২০১৯ ১৮:১৪

রায়পুরে ৭ ডেঙ্গু রোগী শনাক্ত

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রায়পুরে ৭ ডেঙ্গু রোগী শনাক্ত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৭ ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। তাদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর ডেঙ্গু শনাক্ত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এতে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই উপজেলায়। 
 
ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা হলেন- কেরোয়া ইউনিয়নের হারুনুর রশিদের ছেলে মো. নাহিদ (১২), আব্দুল হাইয়ের ছেলে কাদের জিলানী (১৩), শিল্পী আক্তার (৩০), মহিউদ্দিনের ছেলে ফাহিম (১৯), হাছনা বেগম (১৬), নাছির উদ্দিন (১৯) এবং রেজাউল করিম (২২)। 
 
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ইয়াছিন মাহমুদ বলেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে ঔষুধসহ বিভিন্ন সমস্যার কারণে ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি। সম্প্রতি এ উপজেলায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে এখনো তা নিয়ন্ত্রণের বাহিরে যায়নি।  

বিডি প্রতিদিন/মজুমদার

 
  
 
 
 
 
 
 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর