১ আগস্ট, ২০১৯ ১৯:০৫

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ ডেঙ্গু রোগী
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬৫ রোগী ভর্তি হয়েছেন। এদিকে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ডেঙ্গু রোগীর সংখ্যা আশংকাজনক ভাবে বাড়ছে রংপুর বিভাগর প্রতিটি জেলায়। 
 
আক্রান্তদের বেশির ভাগই ঢাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং কিংবা চাকরি করতেন। সেখান থেকে আক্রান্ত হয়ে বাড়িতে চলে এসে রমেক হাসপাতালসহ জেলা হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। তবে স্থানীয়ভাবে বাড়িতে থাকা মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হওয়ায় আতংক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে। 
 
এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শাহেদুজ্জামান উদ্যোগ প্রকাশ করে বলেন, প্রতিদিনই বাড়ছে রোগী। এটি খুবই আতংকের বিষয়। এখন পর্যন্ত রমেকেই ৬৫ জন ভর্তি আছে। 

বিডি প্রতিদিন/মজুমদার

 
 
 
 
 
 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর